ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

নাইটক্লাবে পুলিশি অভিযানে পদদলিত হয়ে ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ২৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নাইটক্লাবে পুলিশি অভিযানে পদদলিত হয়ে ১৩ জনের মৃত্যু

পেরুর রাজধানী লিমায় নাইটক্লাবে পুলিশি অভিযানের সময় পদদলিত হয়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। করোনার নিষেধাজ্ঞা লঙ্ঘন করে নাইটক্লাব পরিচালনা করায় সেখানে অভিযান চালানো হয়েছিল বলে রোববার জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশ ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার রাতে থমাস রেস্তোবার ক্লাবের দ্বিতীয় তলায় পার্টি হচ্ছিল। পুলিশ এটি বন্ধে অভিযান চালালে অন্তত ১২০ জন পালানোর চেষ্টা করে। এসময় আহত হয় ছয় জন। এদের মধ্যে তিন পুলিশ সদস্য রয়েছে।

স্থানীয় রেডিও চ্যানেল আরপিপিকে ন্যাশনাল পুলিশের সদস্য ওর্লান্দো ভেলাস্কো  বলেন, ‘এই পরিস্থিতি মানুষজন যখন বের হওয়ার চেষ্টা করছিল তখন হুড়াহুড়ি শুরু হয়, প্রত্যেকেই একে অন্যের আগে যাওয়ার চেষ্টা করছিল।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশ অন্তত ২৩ জনকে আটক করেছে।

ল্যাটিন আমেরিকার দেশগুলোতে করোনার দ্বিতীয় দফার সংক্রমণ চলছে। গত মার্চে পেরুতে নাইটক্লাব ও বার বন্ধের নির্দেশ দেওয়া হয়। এছাড়া ১২ আগস্ট পারিবারিক অনুষ্ঠান স্থগিতের মেয়াদ বাড়ানো হয়। এছাড়া সাপ্তাহিক ছুটির দিন রোববারে জমায়েত এড়াতে দেশজুড়ে কারফিউ কার্যকর রয়েছে।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়