ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রোহিঙ্গা গণহত্যার বিচারে আদালত ‘বাংলাদেশে’ স্থানান্তরের অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ১০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৫:১৯, ১০ সেপ্টেম্বর ২০২০
রোহিঙ্গা গণহত্যার বিচারে আদালত ‘বাংলাদেশে’ স্থানান্তরের অনুরোধ

রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মিয়ানমারের বিরুদ্ধে বিচার চলবে। নেদারল্যান্ডসের হেগ থেকে এই আদালত অন্য কোনও দেশে, বিশেষ করে বাংলাদেশে স্থানান্তর করে শুনানি শুরুর আবেদন করা হয়েছে বলে বুধবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বিবিসি বাংলা জানিয়েছে।

এই আবেদনটি পেশ করেছেন রোহিঙ্গাদের নিয়ে কাজ করে এমন তিনটি ভিক্টিম সাপোর্ট গ্রুপের আইনজীবীরা। তারা এমন দেশে শুনানির অনুরোধ করেছেন, যেটা নিপীড়িত রোহিঙ্গাদের কাছাকাছি কোনও দেশ হবে।

আন্তর্জাতিক অপরাধ আদালতের সব কার্যক্রম সাধারণত নেদারল্যান্ডসের হেগ শহরে চলে। কিন্তু এই প্রথম এমন উদ্যোগ গ্রহণ করা হলো, যেখানে নির্যাতিতদের শুনানির জন্য অন্য কোনও দেশে আদালত প্রতিষ্ঠার অনুরোধ জানানো হলো।

এর আগে রোহিঙ্গা হত্যা ও ধর্ষণে সরাসরি অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন মিয়ানমারের দুই সেনা এবং তারা হেগে পৌঁছে গেছেন। আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবীরা বলছেন, মানবতাবিরোধী অপরাধের জন্য মিয়ানমারকে নিয়ে চলমান তদন্তে এ দুটি ঘটনা খুব গুরুত্বপূর্ণ।

গত মাসেও হেগ ট্রাইব্যুনালে অন্য কোনও দেশে এই আদালত বসানোর আবেদন পেশ করা হয়। যদিও আবেদনে কোনও দেশের নাম উল্লেখ করা হয়নি। তবে আইসিসি এই আবেদনের যে অগ্রগতির বিবরণ প্রকাশ করেছে তাতে এই দেশটি ‘সম্ভবত বাংলাদেশ’ বলে মনে করা হচ্ছে।

এই আবেদনের প্রেক্ষিতে দ্য হেগ থেকে অন্য কোনও দেশ, যেমন বাংলাদেশে আদালতের কার্যক্রম সরিয়ে নেয়ার সম্ভাব্যতা যাচাই করতে আদালতের রেজিস্ট্রি বিভাগকে আদেশ দিয়েছে আইসিসির তিন নম্বর 'প্রি ট্রায়াল চেম্বার'। এই সম্ভাব্যতা যাচাই করে আগামী ২১ সেপ্টেম্বরের আগেই রিপোর্ট দিতে বলা হয়েছে।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়