ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনার টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিলো আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ১৫ সেপ্টেম্বর ২০২০  
করোনার টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিলো আমিরাত

ট্রায়াল শুরু হওয়ার ছয় সপ্তাহের মাথায় করোনার টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। করোনা রোগীদের সরাসরি সংস্পর্শে আসতে হয় এমন চিকিৎসাকর্মীরা এই টিকা পাবেন বলে সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে।

আমিরাতে তৃতীয় ধাপের ট্রায়ালে থাকা এই টিকাটির উন্নয়ন করেছে চীনের উহান ইনিস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস।

সংবাদ সম্মেলনে আমিরাতের ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটি (এনসিইএমএ) জানিয়েছে, ৩১ হাজার স্বেচ্ছাসেবীর ওপর টিকার ট্রায়াল চালানো হয়েছে। ১২৫টি দেশের মানুষের ওপর চালানো ট্রায়ালে প্রাথমিকভাবে অ্যান্টিবডি তৈরি ও নিরাপত্তার ক্ষেত্রে উৎসাহব্যঞ্জক ফল এসেছে।

করোনা নিয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আমিরাতে এ পর্যন্ত ৮০ হাজার ২৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে দেশটি ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

টিকার ট্রায়াল সম্পর্কে ন্যাশনাল কোভিড-১৯ ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটির প্রধান ড. নাওয়াল আল কাবি বলেছেন, ‘ক্লিনিক্যাল ট্রায়ালের ফল সঠিক পথের দিকে যাচ্ছে, এ পর্যন্ত সব পরীক্ষা সফল হয়েছে এবং যে পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানানো হয়েছে তা সাধারণ ও প্রত্যাশিত।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়