ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে চায় থাই সরকার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ১৮ অক্টোবর ২০২০   আপডেট: ১২:২৩, ১৯ অক্টোবর ২০২০
বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে চায় থাই সরকার

নিষেধাজ্ঞা লঙ্ঘন করে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওঁচার পদত্যাগ দাবিতে বিক্ষোভ অব্যাহত আছে। পরিস্থিতি সামাল দিতে সরকার বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে চায় বলে প্রধানমন্ত্রীর এক মুখপাত্র রোববার জানিয়েছেন।

রাজার ক্ষমতা খর্ব এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে থাইল্যান্ডে গত তিন মাস ধরে ধরে থাইল্যান্ডে বিক্ষোভ চলছে। পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার ভোর রাত থেকে জরুরি অবস্থা জারি করে সরকার। তবে বিক্ষোভকারীরা সেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করেই প্রতিদিন বিক্ষোভ করে যাচ্ছে। ইতোমধ্যে বিক্ষোভকারীদের কয়েক জন নেতাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভকারীরা ব্যাংককের রাস্তায় জড়ো হয়েছিল। এ সময় তারা ‘আমাদের বন্ধুদের মুক্তি দাও’ স্লোগান দেয়। 

প্রায়ুত চ্যান ওঁচার মুখপাত্র জানিয়েছেন, দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ নিয়ে ভীত প্রধানমন্ত্রী। অপরাধীরা এর মাধ্যমে সহিংসতা উস্কে দিতে পারে।

মুখপাত্র আনুচা বুরাপাচাইস্রি বলেন, ‘যৌথভাবে উত্তরণের পথ খুঁজতে সরকার আলোচনা করতে চাচ্ছে। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ