ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফ্রান্সের বিরুদ্ধে এশিয়া ও আফ্রিকায় বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ৩১ অক্টোবর ২০২০  
ফ্রান্সের বিরুদ্ধে এশিয়া ও আফ্রিকায় বিক্ষোভ

ইসলামের নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ এবং এই ইস্যুতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের মন্তব্যের জেরে এশিয়া ও আফ্রিকার মুসলিম দেশগুলোতে শুক্রবার ব্যাপক বিক্ষোভ হয়েছে। সম্ভাব্য হামলার থেকে সুরক্ষার জন্য গির্জা ও স্কুলগুলোতে হাজার হাজার সেনা মোতায়েন করেছে ফরাসি সরকার।

বার্তা সংস্থা রয়টার্স শনিবার জানিয়েছে, পাকিস্তান, বাংলাদেশ ও ফিলিস্তিন অঞ্চলে লাখ লাখ মানুষ শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ করেছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফরাসি দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল যাওয়ার পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। বাংলাদেশে ফরাসি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে। রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল থেক ফরাসি প্রেসিডেন্টকে ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

ভারত, লেবানন ও সোমালিয়াতেও ব্যাপক বিক্ষোভ হয়েছে। লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরাল্লাহ জানিয়েছেন, এই ব্যঙ্গচিত্র ছিল আগ্রাসন। মধ্যপ্রাচ্যে পশ্চিমা নেতারা সংঘাতপূর্ণ ভূমিকা পালন করছেন।

এদিকে, ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডামারনিন জানিয়েছেন, ফ্রান্স এখন ইসলামি আদর্শের বিরুদ্ধে জড়িয়ে পড়েছে।

তিনি বলেছেন, ‘আমরা ভেতরে ও বাইরের শত্রুর সঙ্গে লড়াই করছি।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়