ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ট্রাম্পের ভোট কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান নির্বাচন কর্মকর্তাদের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ১৩ নভেম্বর ২০২০   আপডেট: ২৩:২৫, ১৩ নভেম্বর ২০২০
ট্রাম্পের ভোট কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান নির্বাচন কর্মকর্তাদের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভোট নিয়ে কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের নির্বাচন কর্মকর্তারা। তারা বরং দাবি করেছেন, ২০২০ সালের মার্কিন নির্বাচন ছিল ‘আমেরিকার ইতিহাসে সবচেয়ে সুরক্ষিত।’

নির্বাচন সংক্রান্ত একটি কমিটি বলেছে, ‘কোনো ভোটিং ব্যবস্থা মুছে ফেলা হয়েছে বা ভোট হারিয়ে গেছে, পরিবর্তন হয়েছে বা কোনো ধরনের সমঝোতা হয়েছে সে ধরণের প্রমাণ নেই।’

৭ নভেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্রেট দলের জো বাইডেনের বিজয়ের পর ট্রাম্প অভিযোগ করেন, তার পক্ষে দেওয়া ২৭ লাখ ভোট মুছে বা সরিয়ে ফেলা হয়েছে। তবে এর স্বপক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি তিনি।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র নিরাপত্তা ও মার্কিন নির্বাচন সহায়তা কমিশনের সমন্বয়ে গঠিত ইলেকশন ইনফ্রাস্ট্রাকচার গভার্নমেন্ট কো-অর্ডিনেটিং কাউন্সিল নির্বাচন নিয়ে এক বিবৃতি দিয়েছে। এই সংস্থাটিতে নির্বাচন পর্যবেক্ষণে সরকারের শীর্ষ কর্মকর্তারা ও ভোটযন্ত্র তৈরি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিও রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘৩ নভেম্বরের নির্বাচন ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সুরক্ষিত নির্বাচন। চূড়ান্ত ফল ঘোষণার আগে এই মুহূর্তে দেশজুড়ে নির্বাচনী কর্মকর্তারা পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনা করছেন এবং দ্বিতীয়বার পরীক্ষা করছেন।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়