ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

এক শর্তে হোয়াইট হাউজ ছাড়বেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৭, ২৮ নভেম্বর ২০২০  
এক শর্তে হোয়াইট হাউজ ছাড়বেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৩ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর গেল ২৪ দিনে সাংবাদিকদের মুখোমুখি হননি ডোনাল্ড ট্রাম্প। অবশেষে স্থানীয় সময় শুক্রবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তিনি এক প্রশ্নের জবাবে হোয়াইট হাউজ ছাড়ার ইঙ্গিত দেন। তবে শর্তযুক্ত।

শর্ত হচ্ছে যদি ইলেক্টোরাল কলেজ সরকারিভাবে ঘোষণা করে যে, বাইডেনই নির্বাচনে জয়ী হয়েছেন। একমাত্র ইলেক্টোরাল কলেজ বাইডেনের জয় ঘোষণা করলেই হোয়াইট হাউস ছাড়বেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আর যদি ইলেক্টোরাল কলেজ বলে যে ভুল হয়েছে, তাহলে হার স্বীকার করা খুব কঠিন হবে। এখন থেকে ২০ জানুয়ারি পর্যন্ত অনেক কিছু হবে। এই নির্বাচন পুরোটাই জাল। আমেরিকার ভোটের পরিকাঠামো তৃতীয় বিশ্বের মতো। এ নির্বাচন জালিয়াতিপূর্ণ ছিল।’

৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ৩০৬ ইলেকটোরাল ভোট। আর ট্রাম্প পেয়েছেন ২৩২টি ইলেকটোরাল ভোট। বড় ব্যবধানে এগিয়ে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন বাইডেন।
 

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়