ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ মাত্রার নিষেধাজ্ঞা আরোপ হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ১৩ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৭:১২, ১৩ ডিসেম্বর ২০২০
দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ মাত্রার নিষেধাজ্ঞা আরোপ হতে পারে

দক্ষিণ কোরিয়ায় টানা দ্বিতীয় দিনের মতো সর্বোচ্চ সংখ্যক মানুষের করোনা শনাক্ত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ মাত্রার নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে ইন।

দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার নতুন করে এক হাজার ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন এই সংখ্যা ছিল ৯৫০। দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা এখন ৪২ হাজার ৭৬৬ এবং মৃতের সংখ্যা ৫৮০ জন।

ফেব্রুয়ারির পর রোববার প্রথম মুন জায়ে ইন সেন্ট্রাল ডিজাস্টার অ্যান্ড সেফটি কাউন্টারমেসার্সের সদর দপ্তরে জরুরি বৈঠকে বসেন। এ সময় তিনি ভাইরাসের বিস্তার রোধে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং নজরদারি বাড়ানোর আহ্বান জানান।

প্রেসিডেন্ট বলেছেন, ‘প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ না করা পর্যন্ত সামাজিক দূরত্বের বিধিগুলি ধাপে ধাপে তৃতীয় মাত্রায় বাড়ানোর মতো জটিল পর্যায়ে চলে এসেছে।’

রয়টার্স জানিয়েছে, গ্রেটার সিউলে এখন ২ দশমিক ৫ মাত্রার নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া ৫০ জনের বেশি লোক জমায়েত নিষিদ্ধ এবং রাত ৯টার পর রেস্তোরাঁগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়