ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

করোনার নতুন রূপ: টিকার কার্যকারিতা নি‌য়ে কাজ করছে বায়োএনটেক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ২২ ডিসেম্বর ২০২০   আপডেট: ২৩:০০, ২২ ডিসেম্বর ২০২০
করোনার নতুন রূপ: টিকার কার্যকারিতা নি‌য়ে কাজ করছে বায়োএনটেক

যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের অত্যন্ত সংক্রামক রূপটির বিরুদ্ধে জার্মান ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান বায়োএনটেকের টিকা কার্যকর কিনা জানতে কাজ চলছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী উগুর সাহিন এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে উগুর সাহিন জানিয়েছেন, যুক্তরাজ্যে পাওয়া ভাইরাসের নতুন রূপটির বিরুদ্ধে টিকা কার্যকর কিনা কিংবা টিকাকে আরও উপযোগী করতে হবে কিনা জানতে তার দল কাজ করছে। দুই সপ্তাহের মধ্যে এর ফলাফল জানা যাবে।

তিনি বলেছেন, ‘আমরা এখনও জানি না নতুন এই রূপটির বিরুদ্ধে আমাদের টিকা সুরক্ষা দিতে সক্ষম হবে কিনা। তবে বৈজ্ঞানিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার মাধ্যমে এই টিকা নতুন রূপটিকে মোকাবিলা করতে সক্ষম।’

সাহিন জানান, নতুন রূপটিতে একটির পরিবর্তে ৯বার মিউটেশন হয়েছে। তবে বিদ্যমান স্ট্রেইনগুলোতে থাকা প্রোটিনের ৯৯ শতাংশই নতুন রূপটিতে রয়েছে। তাই বায়োএনেটেকের টিকা এটি প্রতিরোধে সক্ষম হবে বলে ‘বৈজ্ঞানিক আস্থার’ সঙ্গে বলা যায়।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়