ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুকুরের অপেক্ষা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ২২ জানুয়ারি ২০২১  
কুকুরের অপেক্ষা

মনিবের অপেক্ষায় হাসপাতালের বাইরে প্রায় এক সপ্তাহ অপেক্ষা করেছে একটি কুকুর। মনিব সুস্থ হয়ে হাসপাতাল থেকে বের হওয়ার পরই বাড়ি ফিরেছে কুকুরটি। তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ট্রাবজনে এ ঘটনা ঘটেছে।

ছোট্ট এই কুকুরটি নাম বোনচাক। আর তার মনিব হচ্ছেন ৬৮ বছরের সিমাল সিনতার্ক।

মস্তিস্কে রক্তজমাট বাঁধার কারণে গত ১৪ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন সিনতার্ক। 

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, যে অ্যাম্বুলেন্সে করে সিনতার্ককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেটির পিছনে ছুটতে ছুটতে হাসপাতালে পৌছায় প্রভুভক্ত কুকুরটি। মনিবকে হাসপাতালের ভেতরে নেওয়ার পর সেখানেই সে অবস্থান করে। হাসপাতালের কর্মীরা তাকে মাঝেমাঝে খাবার দিতো। সিনতার্কের কন্যা বেশ কয়েকবার কুকুরটিকে বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তবে প্রত্যেকবারই কুকুরটি পালিয়ে হাসপাতালে চলে আসতো।

হাসপাতালের যোগাযোগ বিষয়ক পরিচালক ফাউত উগুর বলেন, ‘সে কারো জন্য হুমকির ছিল না। প্রত্যেকে মনিবের সঙ্গে কুকুরের সম্পর্কের বিষয়টি দেখছিল। এটা সবাইকে আনন্দিত করেছে।’

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ