ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সেনা অভ্যুত্থানে মিয়ানমারের রোহিঙ্গা পরিস্থিতি আরো খারাপ হবে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৮, ২ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০৭:২০, ২ ফেব্রুয়ারি ২০২১
সেনা অভ্যুত্থানে মিয়ানমারের রোহিঙ্গা পরিস্থিতি আরো খারাপ হবে: জাতিসংঘ

সোমবার মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটেছে। ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেত্রী অং সান সু চি-সহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে বন্দি করে এক বছরের জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সেনাবাহিনী।

এই ঘটনায় মিয়ানমারের রাখাইন রাজ্যে অবস্থানরত লাখ লাখ রোহিঙ্গার ভবিষ্যতে পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মতে সেনা অভ্যুত্থানের ফলে রাখাইন রাজ্যে অবস্থানরত রোহিঙ্গাদের পরিস্থিতি আরো খারাপ হবে।

এ বিষয়ে জাতিসংঘের মুখপাত্র স্টেফানে দুরারিক বলেছেন, ‘বর্তমানে মিয়ানমারের রাখাইন রাজ্যে ৬ লাখ রোহিঙ্গা রয়েছেন। তার মধ্যে ১ লাখ ২০ হাজার জন ক্যাম্পে বন্দি আছেন। তারা মুক্তভাবে চলাফেরা করতে পারে না। বেসিক স্বাস্থ্যসেবা ও শিক্ষায় তাদের রয়েছে খুবই সীমিত সুযোগ। আমরা শঙ্কা করছি দেশটিতে নতুন করে সেনা অভ্যুত্থান ঘটার কারণে রোহিঙ্গাদের পরিস্থিতি আরো খারাপ হবে।’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়