ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাশিয়ার করোনার টিকা সবচেয়ে বেশি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৪, ২ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২২:৩৭, ২ ফেব্রুয়ারি ২০২১
রাশিয়ার করোনার টিকা সবচেয়ে বেশি কার্যকর

রাশিয়ার উন্নয়ন করা করোনার টিকা স্পুৎনিক ভি ৯১ দশমিক ৬ শতাংশ কার্যকর। মঙ্গলবার চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যানসেটে টিকার শেষ ধাপের ট্রায়ালের এই ফল প্রকাশিত হয়েছে। 

রাশিয়া অবশ্য স্পুৎনিক ভি এর শেষ ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল সম্পূর্ণ হওয়ার আগেই এর চূড়ান্ত অনুমোদন দিয়ে রেখেছিল। তৃতীয় ধাপের ট্রায়ালে অংশগ্রহণকারী ২০ হাজার স্বেচ্ছাসেবকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, করোনার লক্ষণেরর বিরুদ্ধে টিকাটি ৯১ শতাংশের বেশি কার্যকর।

আরো পড়ুন:

ইউনিভার্সিটি অব রিডিং এর ইয়ান জোন্স এবং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের পলি রায় বলেন, ‘স্পুটনিক ভি টিকার উন্নয়ন অনুচিত তাড়াহুড়ো, কাঁটছাঁট এবং স্বচ্ছতার অনুপস্থিতির জন্য সমালোচিত হয়েছে।  তবে এর ফলাফল স্পষ্ট এবং টিকার বৈজ্ঞানিক নীতি প্রদর্শিত হয়েছে, যার মানে হচ্ছে, কোভিড-১৯ এর প্রকোপ কমানোর যুদ্ধে আরেকটি টিকা এখন যুক্ত হতে পারে।’

ল্যানসেটের প্রতিবেদন অনুযায়ী, করোনার যে কয়টি টিকা এখন সবচেয়ে বেশি কার্যকর তার মধ্যে শীর্ষে স্পুৎনিক ভি। এর আগে ফাইজার ও মডার্নার টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর বলে জানানো হয়েছিল।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়