ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মিয়ানমারের ওপর জাতিসংঘকে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ১২ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৮:৩৮, ১২ ফেব্রুয়ারি ২০২১
মিয়ানমারের ওপর জাতিসংঘকে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থার মানবাধিকার তদন্তকারী। শুক্রবার দেশটির ওপর অস্ত্র ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানিয়েছেন।

থমাস অ্যান্ড্রিউজ জানিয়েছেন, জড়ো হওয়া প্রতিবেদন ও ছবি প্রমাণ করছে নিরাপত্তা বাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে তাজা গুলি ব্যবহার করেছে।

তিনি জানান, জাতিসংঘের নিরাপত্তা পরিষেদের উচিত নিষেধাজ্ঞা আরোপ করা, যার মধ্যে অস্ত্র ও ভ্রমণ নিষেধাজ্ঞা থাকবে।

জেনেভায় জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত মিন্ট থু জানিয়েছেন, তার দেশ জাতিসংঘ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে। ‘আমরা দেশে সদ্য শুরু হওয়া গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে চাই না’, বলেন তিনি।

১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চিকে বন্দি করা হয়। সু চির মুক্তি ও সেনা শাসন অবসানের দাবিতে দেশটিতে এক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। মঙ্গলবার বিক্ষোভে পুলিশের চালানো গুলিতে গুরুতর আহত হয়েছে এক নারী। এছাড়া বৃহস্পতিবার পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছে আরও অন্তত তিন বিক্ষোভকারী।


 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়