ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এক টুইটেই খোয়ালেন ১ হাজার ৫০০ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ২৩ ফেব্রুয়ারি ২০২১  
এক টুইটেই খোয়ালেন ১ হাজার ৫০০ কোটি ডলার

মাত্র একটি টুইটের কারণে এক হাজার ৫০০ কোটি মার্কিন ডলার খোয়ালেন টেসলা ও স্পেসএক্সের মালিক এলন মাস্ক। এর ফলে তিনি আর এখন বিশ্বের শীর্ষ ধনী নন। সোমবার টেসলার শেয়ারের দর ৮ দশমিক ৬ শতাংশ কমে যাওয়ায় এখন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী হচ্ছেন আমাজনের জেফ বোজেস।

রোববার মাস্ক এক টুইটে জানিয়েছিলেন, ক্রিপটোকারেন্সি বিটকয়েন ও তার ছোট প্রতিদ্বন্দ্বী ইথারের অতিমূল্যায়ণ করা হয়েছে। এর কয়েক সপ্তাহ আগেই টেসলা জানিয়েছিলেন, ভবিষ্যত লেনদেনের মাধ্যম হিসেবে বিটকয়েন ব্যবহৃত হবে। এ কারণে বিটকয়েনে এক হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। মাস্কের এই মন্তব্যের পর শেয়ার বাজারে টেসলা এক হাজার ৫০০ কোটি মার্কিন ডলার হারায়।

ব্লুমবার্গ বিলিয়নার্স ইনডেক্স অনুযায়ী, বিশ্বের ৫০০ শীর্ষ ধনীর মধ্যে এখন এক নম্বরে রয়েছেন আমাজন ডটকমের প্রতিষ্ঠাতা জেফ বোজেস। তার সম্পদের মূল্য এখন ১৮৩ দশমিক চার বিলিয়ন ডলার। আর দ্বিতীয়তে নেমে আসা মাস্কের সম্পদের পরিমাণ ১৮৩ দশমিক চার বিলিয়ন ডলার।
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়