ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফাঁকিবাজদের রাজা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২১, ২১ এপ্রিল ২০২১  
ফাঁকিবাজদের রাজা

এক দুই দিন কিংবা বছর নয়, টানা ১৫ বছর কর্মস্থলে হাজির ছিলেন না ইতালির এক সরকারি চাকরিজীবী। তবে মাসের শেষে বেতন তিনি ঠিকই তুলে নিয়েছেন। ইতালির সংবাদমাধ্যমগুলো এই ব্যক্তিকে আখ্যা দিয়েছে ‘অনুপুস্থিতির রাজা’ হিসেবে।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি ক্যালাব্রিয়ান শহরের পাগলিস সিয়াসিও হাসপাতালের কর্মচারী। তিনি ২০০৫ সাল থেকে কর্মস্থলে অনুপুস্থিত। গত ১৫ বছরে তিনি পাঁচ লাখ ৩৮ হাজার ইউরো বেতন হিসেবে তুলেছেন। কর্তৃপক্ষ যাতে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিযোগ না আনে সেজন্য তিনি ২০০৫ সালে হাসপাতালের পরিচালককে হুমকি দিয়েছিলেন। এর পরে ওই পরিচালক অবসরে চলে যান। পরবর্তীতে প্রতিষ্ঠানের অন্য কোনো পরিচালক কিংবা মানব সম্পদ বিভাগ ওই ব্যক্তির হাজিরার বিষয়টি কখনো খতিয়ে দেখেনি।

৬৭ বছর বয়সী ওই ব্যক্তির বিরুদ্ধে অফিসের ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। তাকে অনুপুস্থিত থাকার পরও বেতন তুলে নেওয়ার সুযোগ করে দেওয়ার সন্দেহে ছয় ব্যবস্থাপকের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।
 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়