ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে এক দিনে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ২৮ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:১৯, ২৮ এপ্রিল ২০২১
ভারতে এক দিনে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড

ভারতে করোনায় মৃত্যুর মিছিল প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুর পরিসংখ্যান ভেঙে ফেলেছে অতীতের সব রেকর্ড। একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৩ জনের, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। 

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন। তার আগের দিন দেশে ৩ লাখ ২৩ হাজার ১৪৪ জন কোভিড পজিটিভের রিপোর্ট মেলে। অর্থাত্ একদিন একটু কমেই ফের উর্ধ্বমুখী গ্রাফ। সেই হিসেবে দেশে মোট করোনা পজিটিভ কেস ১ কোটি ৭৯ লাখের বেশি। এ পর্যন্ত মোট ২ লাখ ১ হাজার ১৮৭ জন করোনায় প্রাণ হারিয়েছেন। 

আরো পড়ুন:

ভারতীয় চিকিৎসকদের মতে, আগামী জুন মাস পর্যন্ত করোনার বড় রকমের ঝাপ্টা চলবে দেশে। কুম্ভ মেলার পর উত্তরাখন্ড, বিহারে করোনা বাড়ছে। পশ্চিমবঙ্গে আগামী জুন মাস পর্যন্ত করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিতে পারে। এর থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়