নাইজেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ার পোর্ট হারকোর্ট শহরের একটি গির্জায় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও সাত জন। শনিবার দেশটির পুলিশের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রিভার রাজ্যের পুলিশ মুখপাত্র গ্রেস ইরিঞ্জ-কোকো জানান, স্থানীয় সময় শনিবার ভোরে গির্জায় খাবার গ্রহণের জন্য শত শত মানুষ প্রবেশের চেষ্টা করে। এসময় গির্জার একটি গেট ভেঙ্গে যায় এবং এতে পদদলিত হয় অনেকে।
তিনি বলেন, ‘মানুষজন আগে থেকেই সেখানে ছিল এবং কেউ কেউ অধৈর্য হয়ে ছুটতে শুরু করলে পদদলনের ঘটনা ঘটে। তদন্ত চলছে এবং পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।’
স্থানীয় সংবাদমাধ্যম পাঞ্চ জানিয়েছে, পোর্ট হারকোর্ট পোলো ক্লাবে অনুষ্ঠিত দ্য কিংস অ্যাসেম্বলি ‘শপ ফর ফ্রি’ দাতব্য অনুষ্ঠানের জন্য প্রচুর লোক জড়ো হয়েছিল। সেখানে প্রবেশের সুযোগ পাওয়ার জন্য শুক্রবার থেকে অনেক লোক লাইনে দাঁড়িয়েছিল। হতাহতদের নিকটবর্তী পোর্ট হারকোর্ট সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা/শাহেদ
আরো পড়ুন