ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইসরায়েলে ১২০০ বছরের পুরোনো মসজিদের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ২২ জুন ২০২২  
ইসরায়েলে ১২০০ বছরের পুরোনো মসজিদের সন্ধান

ইসরায়েলে বিরল প্রাচীন মসজিদের সন্ধান পেয়েছে প্রত্নতাত্ত্বিকরা। দেশটির দক্ষিণের রাহাতের বেদুইন শহরে এটি পাওয়া গেছে বলে বুধবার জানিয়েছে দ্য গার্ডিয়ান।

ইসরায়েল অ্যান্টিকুইটিস অথরিটি (আইএএ) এক বিবৃতিতে জানিয়েছে, রাহাতের বেদুইন শহরে নির্মাণ কাজ চালানোর সময় এক হাজার ২০০ বছরেরও বেশি পুরোনো মসজিদের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। নেগেভ মরুভূমিতে অবস্থিত মসজিদটি একটি বর্গাকার কক্ষের মতো এবং এর মেহরাব মক্কার দিকে নির্দেশ করা।

আইএএ বলেছে, ‘এই অনন্য স্থাপত্য বৈশিষ্ট্যগুলি দেখে বোঝা যায় ভবনটি মসজিদ হিসাবে ব্যবহৃত হয়েছিল। এতে সম্ভবত এক সময়ে প্রায় অর্ধশত প্রার্থনাকারী নামাজ আদায় করতে পারত।’

মসজিদ থেকে অল্প দূরে একটি ‘বিলাসবহুল আবাসিক ভবনও’ আবিষ্কৃত হয়েছে। সেখানে খাবারের পাত্র এবং কাচের প্রত্নবস্তুগুলি এর বাসিন্দাদের সম্পদশালীতার প্রতি ইঙ্গিত করে।

তিন বছর আগে আইএএ খ্রিস্টীয় সপ্তম থেকে অষ্টম শতাব্দীর সময়কার আরেকটি মসজিদ আবিষ্কার করেছিল। ওই সময় একে ‘বিশ্বের প্রাচীনতম মসজিদগুলোর একটি’ বলে অভিহিত করা হয়েছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়