ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় নৈশ ক্লাবের ভেতরে ১৭ লাশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ২৬ জুন ২০২২   আপডেট: ১৬:২৭, ২৬ জুন ২০২২
দক্ষিণ আফ্রিকায় নৈশ ক্লাবের ভেতরে ১৭ লাশ

দক্ষিণ আফ্রিকার একটি নৈশ ক্লাবে অন্তত ১৭ জনের মৃতদেহ পাওয়া গেছে। দেশটির ইস্ট লন্ডনের এনিওবেনি টাভরেন ক্লাবে ঘটনা ঘটেছে বলে রোববার জানিয়েছে বিবিসি।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ইস্ট লন্ডন শহরের সিনারি পার্ক এলাকায় নাইট ক্লাবে মৃতেরা প্রায় প্রত্যেকেই ১৮ থেকে ২০ বছর বয়সির মধ্যে। কয়েক জন অপ্রাপ্তবয়স্কও রয়েছে বলে দাবি। নাইট ক্লাবে পড়ে থাকা দেহগুলিতে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফলে পদপিষ্ট হয়ে মৃত্যুর সম্ভাবনা কম বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। যদিও বিষাক্ত কিছু সেবনের ফলেই এই ঘটনা হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে।

পুলিশের মুখপাত্র নিউজরুম আফ্রিকা টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ‘আমরা বলেছি, ঘটনাটির আশেপাশের পরিস্থিতি তদন্তের অধীনে রয়েছে। এই পরিস্থিতিতে আমরা কোনো পূর্বানুমান করতে চাই না।’

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃতেরা প্রায় প্রত্যেকেই ১৮ থেকে ২০ বছর বয়সী। মৃতদেহগুলোতে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্বজনদের মৃতদেহ দেখতে দেওয়া হচ্ছে না। 

ইস্টার্ন কেপ পুলিশ কমিশনার নমথেথেলি লিলিয়ান মেনে এসএবিসি নিউজকে বলেছেন ‘টাভরেনের ভেতরে পদদলনের ঘটনা ঘটে থাকতে পারে।’

প্রত্যক্ষদর্শীরা ডেইলি ডিসপ্যাচ পত্রিকাকে জানিয়েছেন, লাশগুলো এমনভাবে পড়ে আছে যেন তারা মেঝেতে পড়ে গেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়