ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো গুলিতে আহত, সন্দেহভাজন আটক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ৮ জুলাই ২০২২   আপডেট: ১০:২৯, ৮ জুলাই ২০২২
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো গুলিতে আহত, সন্দেহভাজন আটক

গুলিবিদ্ধ শিনজো আবে। ছবি সংগৃহীত

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।এ ঘটনায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন।পশ্চিম জাপানের নারা শহরে এ ঘটনা ঘটে।

জাপান টাইমস জানায়, স্থানীয় সময় শুক্রবার (৮ জুলাই) সকালে নারা শহরে বক্তব্য দেওয়ার সময় গুলি চালানো হয়। এরপরই লুটিয়ে পড়েন শিনজো। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টোকিওর সাবেক গভর্নর ইয়োচি মাসুজো এক টুইট বার্তায় জানিয়েছেন, গুলিবিদ্ধ আবে বর্তমানে কার্ডিওপালমোনারি অ্যারেস্টের শিকার হয়েছেন।

জাপানি সংবাদমাধ্যম কিয়োদো নিউজ জানিয়েছে, আবেকে নারার একটি রাস্তায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি আক্রমণ করেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানায়, ৬৭ বছর বয়সী আবে শহরের একটি রাস্তায় বক্তৃতা দিচ্ছিলেন তখন তিনি হামলার শিকার হন। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

রয়টার্স জানায়, সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

২০১২ থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন শিনজো আবে। তিনি জাপানের ইতিহাসে সবচেয়ে বেশি সময় টানা ক্ষমতায় ছিলেন।

/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়