ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাড়ি থেকে কয়েক মিলিয়ন রুপি উদ্ধারের দাবি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ১০ জুলাই ২০২২   আপডেট: ১৪:২২, ১০ জুলাই ২০২২
শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাড়ি থেকে কয়েক মিলিয়ন রুপি উদ্ধারের দাবি

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বিলাসবহুল বাড়ি থেকে কয়েক মিলিয়ন শ্রীলঙ্কান রুপি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে আন্দোলনকারীরা।  

শ্রীলঙ্কার স্থানীয় সংবাদ মাধ্যম ডেইলি মিররকে উদ্ধৃত করে রোববার (১০ জুলাই) এ সংবাদ প্রচার করেছে টাইমস অব ইন্ডিয়া।

ডেইলি মিরর জানায়, প্রেসেডেন্ট বাসভবন থেকে উদ্ধার করা অর্থ শ্রীলঙ্কার নিরাপত্তা ইউনিটের কাছে হস্তান্তর করেছে বিক্ষোভকারীরা।

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটে ভুগতে থাকা শ্রীলঙ্কায় সরকার বিরোধী বিক্ষোভ চরম আকার ধারণ করেছে।  পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শনিবার (৯ জুলাই) বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাস ভবনে ঢুকে পড়ে।  এ সময় বিক্ষোভকারীদের কাছ থেকে বাঁচাতে প্রেসিডেন্টকে অন্যত্র সরিয়ে নেয় নিরাপত্তা রক্ষীরা।

মিরর জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা একটি ভবনের ভেতরে বসে অর্থ গণনা করছে।  বিক্ষোভকারীদরে দাবি, প্রেসিডেন্টের বাসভবন থেকেই এই অর্থ উদ্ধার করা হয়েছে।

এদিকে শ্রীলঙ্কার পর্যটন ও ভূমি মন্ত্রী হারিন ফার্নান্দো এবং শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মানুশা নানায়াক্কারা নিজেদের মন্ত্রীত্বের পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।।

এদিকে চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল শভেন্দ্র সিলভা দেশে শান্তি বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনী এবং পুলিশকে সহযোগিতা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

অর্থনৈকি সঙ্কট চরম আকার ধারণ করায় বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে।  বিক্ষোভকারীরা সেখানে আগুন দেয় বলে জানা গেছে।

মিরর জানায়, বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়