ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জ্বালানি আমদানির জন্য পুতিনকে অনুরোধ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ৭ জুলাই ২০২২   আপডেট: ১৬:৩৮, ৭ জুলাই ২০২২
জ্বালানি আমদানির জন্য পুতিনকে অনুরোধ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

রাশিয়ার ভ্লাদিমির পুতিনকে জ্বালানি আমদানিতে সহায়তার অনুরোধ জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

গোটাবায়া রাজাপাকসে বলেছেন, পুতিনের সাথে তার ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনা হয়েছে।

শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী গত রোববার সতর্ক করে দিয়ে বলেছিলেন, শিগগিরই দেশের রিজার্ভ জ্বালানি তেল শেষ হয়ে যাবে।

বুধবার শত শত মানুষ রাজধানী কলম্বোর রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করে।

বৃহস্পতিবার এক টুইটে গোটাবায়া রাজাপাকসে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা প্রসঙ্গে বলেছেন, ‘আমি জ্বালানি আমদানির জন্য ঋণ সহায়তার অনুরোধ জানিয়েছি।’

তিনি জানিয়েছেন, রাশিয়ার পতাকাবাহী অ্যারোফ্লট গত মাসে পরিষেবা স্থগিত করার পরে তিনি মস্কো ও কলম্বোর মধ্যে ফ্লাইট পুনরায় চালু করার জন্য ‘নম্রভাবে অনুরোধ করেছিলেন।’

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি যে, পর্যটন, বাণিজ্য ও সংস্কৃতির মতো খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা আমাদের দুই দেশের বন্ধুত্বকে শক্তিশালী করার ক্ষেত্রে সর্বোত্তম।’

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়