ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

রানি এলিজাবেথকে দেখতে স্কটল্যান্ডে ছুটছেন রাজপরিবারের সদস্যরা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ৮ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ২১:৫৩, ৮ সেপ্টেম্বর ২০২২
রানি এলিজাবেথকে দেখতে স্কটল্যান্ডে ছুটছেন রাজপরিবারের সদস্যরা

অসুস্থ রানি এলিজাবেথকে দেখতে স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে ছুটে যাচ্ছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে বাকিংহাম প্রাসাদ থেকে রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশের পরপর সবাই ব্যালমোরালে যাচ্ছেন বলে জানিয়েছে বিবিসি।

গত কয়েক মাস ধরে রানি দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্যের অবনতি ঘটতে শুরু করে। বিশেষ করে গত ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তার শারীরিক পরিস্থিতির আরও অবনতি ঘটে। বৃহস্পতিবার বাকিংহাম প্যালেস থেকে জানানো হয় রানির স্বাস্থ্য নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন এবং তাকে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

বাকিংহাম প্রাসাদের এই ঘোষণার পরপর রাজপরিবারের সদস্যরা স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদের দিকে ছুটতে শুরু করেন। ইতোমধ্যে সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস ও তার স্ত্রী ক্যামিলা এবং প্রিন্সেস অ্যান ব্যালমোরালে পৌঁছেছেন।

বিবিসি জানিয়েছে, রানির বড় নাতি প্রিন্স উইলিয়াম স্কটল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যুক্তরাজ্য থেকে রওনা দিয়েছেন উইলিয়ামের ভাই প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান। 
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়