ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ২৩ বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ৩০ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৬:৩৬, ৩০ সেপ্টেম্বর ২০২২
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ২৩ বেসামরিক নাগরিক নিহত

ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে একটি রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৩ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। শুক্রবার ইউক্রেনের এক কর্মকর্তা এ দাবি করেছেন।

ওই কর্মকর্তা জানান, বেসামরিক যানবাহনের বহর শুক্রবার শহরের প্রান্তে জড়ো হয়েছিল। গাড়ির যাত্রীরা এলাকা ছেড়ে আত্মীয়দের সাথে দেখা করার জন্য যাত্রা করেছিল।

জাপোরিঝিয়া আঞ্চলিক গভর্নর অলেক্সান্ডার স্টারুখ এক বিবৃতিতে বলেছেন, ‘এখনও পর্যন্ত আমরা ২৩ জন নিহত ও ২৮ জন আহত হওয়ার খবর জানি। হতাহতরা সবই বেসামরিক নাগরিক ও স্থানীয় বাসিন্দা।’  

তিনি অনলাইনে পোড়া গাড়ি এবং রাস্তায় পড়ে থাকা লাশের ছবি পোস্ট করেছেন।

জাপোরিঝিয়া পুলিশ বিভাগের বিস্ফোরক নিস্ক্রিয়করণ ইউনিটের প্রধান কর্নেল সের্গেই উজরিউমভ বলেছেন, হামলায় রাশিয়ার তৈরি এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়