ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  বৈশাখ ৩১ ১৪৩১

ভারতের সিরাপ খেয়ে এবার উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যুর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ২৯ ডিসেম্বর ২০২২  
ভারতের সিরাপ খেয়ে এবার উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যুর অভিযোগ

গাম্বিয়ার পর এবার উজবেকিস্তান ভারতের এক ওষুধ প্রস্তুতকারক সংস্থার তৈরি কাশির সিরাপ খেয়ে ১৮ জন শিশুর মৃত্যুর অভিযোগ করেছে। উজবেক স্বাস্থ্য মন্ত্রণালয় এ অভিযোগ করেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে এনডিটিভি অনলাইন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওষুধটি নয়ডার এক ওষুধ প্রস্তুতকারী সংস্থার তৈরি। ওষুধের একটি ব্যাচে ইথিলিন গ্লাইকোল নামের একটি বিষাক্ত পদার্থ পাওয়া গেছে। এর পরই নয়ডার ওই ওষুধ প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ভারত। 

উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় ওষুধ প্রস্তুতকারক মেরিয়ন বায়োটেকের তৈরি কাশির সিরাপ খাওয়ার পরই সাত শিশুকে শ্বাসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ডক-১ ম্যাক্স সিরাপে ইথিলিন গ্লাইকল রয়েছে। ওষুধটি খেয়ে দেশজুড়ে ১৮ শিশু মারা গেছে বলে প্রাথমিক পরীক্ষায় জানা গেছে। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই শিশুদের ওই সিরাপ খাওয়ানো হয়েছিল।

ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন, কাশির সিরাপেরর নমুনাগুলি পরীক্ষার জন্য চণ্ডিগড়ের আঞ্চলিক ওষুধ পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সরকার "পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে।’

প্রসঙ্গত, গত অক্টোবরেও ভারতের কাশির সিরাপ খেয়ে গাম্বিয়ায় প্রায় ৬৬ জন শিশু মারা গেছে বলে অভিযোগ ওঠে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতে প্রস্তুত এই কাশির সিরাপের গুণমান নিয়ে প্রশ্নের পর তদন্ত শুরু হয়েছিল। গাম্বিয়ায় শিশুমৃত্যুর সঙ্গে ভারতে প্রস্তুত কাফ সিরাপের কোনও সংযোগ নেই বলেই সম্প্রতি জানিয়েছেন ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল প্রধান। 
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়