ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প, নিহত ৭৬

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪০, ৬ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১১:০৬, ৬ ফেব্রুয়ারি ২০২৩
তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প, নিহত ৭৬

ছবি: গার্ডিয়ান

তুরস্ক-সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে।  এতে ৭৬ জন নিহতের খবর পাওয়া গেছে।

রয়টার্স ৭৬ জন নিহতের বিষয়টি জানিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় আজ সোমবার (৬ ফেব্রুয়ারি ২০২৩) ভোর ৪টা ১৭ মিনিটে গাজিয়ানটেপ শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে।রাজধানী আঙ্কারাসহ তুরস্কের অন্যান্য শহরেও এই ভূকম্পন অনুভূত হয়।

তুরস্ক-সিরিয়া সীমান্তে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। ছবি: বিবিসি

দ্য গার্ডিয়ান জানায়, বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ধসে পড়া ভবনের ভেতরে অনেক লোক আটকে থাকতে পারেন।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, ভূমিকম্পের ফলে ৩৪টি বাড়ি ভেঙে পড়েছে। এই ধ্বংসস্তূপের তলায় বহু মানুষের আটকে থাকার আশঙ্কা। ফলে, মৃতের সংখ্যা বাড়তে পারে।

/সাইফ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়