ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বিশ্বের উচিত চীনের কথা শোনা’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ২৪ মার্চ ২০২৩  
‘বিশ্বের উচিত চীনের কথা শোনা’

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ইউক্রেনের যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য বিশ্বের উচিত চীনের কথা শোনা। আগামী সপ্তাহে বেইজিংয়ে রাষ্ট্রীয় সফরের আগে শুক্রবার তিনি এ কথা বলেছেন।

ব্রাসেলসে সংবাদ সম্মেলনে সানচেজ বলেন, ‘চীন বৈশ্বিক কর্তা, তাই স্পষ্টতই আমাদের অবশ্যই তার কথা শুনতে হবে, যাতে আমরা এই যুদ্ধের অবসান ঘটাতে পারি এবং ইউক্রেন তার আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার করতে পারে।’

আরো পড়ুন:

৩১ মার্চ বেইজিং সফরে যাচ্ছেন সানচেজ। সেখানে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। দুই নেতার বৈঠকে ইউক্রেনের চলমান সংঘাতের উপর আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে চীন ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নিজেকে ‘নিরপেক্ষ’ হিসাবে বর্ণনা করেছে এবং একটি ব্যাপক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ১২ দফা শান্তি পরিকল্পনা পেশ করেছে।

এর আগে সানচেজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শান্তি প্রস্তাবকে সমর্থন দিয়েছিলেন। ওই প্রস্তাবে ২০১৪ সালে রাশিয়ার অঙ্গীভূত ক্রিমিয়াকে ইউক্রেনের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়