ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আরও গভীর হচ্ছে চীন-সৌদি সম্পর্ক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৭, ৩১ মার্চ ২০২৩  
আরও গভীর হচ্ছে চীন-সৌদি সম্পর্ক

চীনের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আরও গভীর হচ্ছে। চলতি সপ্তাহে বেইজিংয়ের নেতৃত্বাধীন এশীয় নিরাপত্তা ও অর্থনৈতিক ব্লক সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) যোগদানের কাছাকাছি চলে গেছে। ব্লকটির সংলাপের অংশীদার থেকে পূর্ণ সদস্য পদ পেতে পারে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে চীনের এই ক্রমবর্ধমান প্রভাবের কারণে চিন্তার ভাঁজ পড়েছে যুক্তরাষ্ট্রের কপালে।

চলতি মাসেই ইরান ও সৌদি আরবের মধ্যে একটি যুগান্তকারী চুক্তির মধ্যস্থতা করেছে চীন। আঞ্চলিক বৈরী এই দেশ দুটির মধ্যে পুনরায় শান্তি প্রতিষ্ঠিত হলে মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। সৌদি আরব সোমবার চীনের রোংশেং পেট্রোকেমিক্যালের ১০ শতাংশ শেয়ার কেনার জন্য ৩৬০ কোটি ডলারের চুক্তি করেছে। এর বদৌলতে চীনের এই প্রতিষ্ঠানকে সৌদি আরব দৈনিক চার লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ করবে।

আরো পড়ুন:

বিশ্লেষকরা জানিয়েছেন, ক্রমবর্ধমান মেরুকৃত বিশ্বে চীন ও রাশিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতা তীব্র হচ্ছে। ঠিক এই সময়ে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলি তাদের বৈশ্বিক অংশীদারিত্বকে বৈচিত্র্যময় করার জন্য চীন ও রাশিয়াকে বেছে নিচ্ছে। সৌদি আরবের মতো দেশগুলোর আরও কাছাকাছি সম্পর্কে চলে যাচ্ছে চীন।

সৌদি বিশ্লেষক ও লেখক আলি শিহাবি বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঐতিহ্যগত একমুখী সম্পর্ক এখন শেষ হয়ে গেছে। আমরা আরও খোলামেলা সম্পর্কের মধ্যে চলে এসেছি; মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শক্তিশালী কিন্তু চীন, ভারত, যুক্তরাজ্য, ফ্রান্স এবং অন্যান্যদের সাথে সমান শক্তিশালী সম্পর্ক।’

মার্কিন যুক্তরাষ্ট্রে সৌদির রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বান্দর আল সৌদ অক্টোবরে রিয়াদের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বলেছিলেন, ‘এই দেশ পাঁচ বছর আগের দেশ নয়, ১০ বছর আগের দেশ নয়। সুতরাং, বিদ্যমান প্রতিটি বিশ্লেষণ এখন আর প্রাসঙ্গিক নয়।’

জনস হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অব অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজ (এসএআইএস) এর মধ্যপ্রাচ্য অধ্যয়ন এবং আন্তর্জাতিক বিষয়ের অধ্যাপক ভ্যালি নাসর বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রকে তার মধ্যপ্রাচ্য নীতি পুনর্বিবেচনা করতে হবে। কারণ সৌদি আরব সম্পর্কে একটি সম্পূর্ণ ভিন্ন ধারণার ভিত্তিতে এই নীতি প্রণয়ন করা হয়েছিল।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়