ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোখায় রাখাইনে ৬০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ১৬ মে ২০২৩   আপডেট: ১৮:২৭, ১৬ মে ২০২৩
মোখায় রাখাইনে ৬০ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় মোখার আঘাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে অন্তত ৬০ জন মারা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

বু মা গ্রামের প্রশাসক কার্লো বলেছেন, শতাধিক নিখোঁজ হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়বে।’

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শী ও বাসিন্দারা জানিয়েছেন, পশ্চিম রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ের ৯০ শতাংশ ধ্বংস হয়েছে।

রোববার ঘণ্টায় ২১৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে মিয়ানমার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা। এটি ছিল এক দশকেরও বেশি সময়ে এই এলাকায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। ঝড়ের কারণে এখনও রাখাইন রাজ্যের বেশিরভাগ অংশে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

সামরিক জান্তা সোমবার পাঁচ জনের মৃত্যুর খবর জানিয়েছিল। তবে কোথায় নিহত হয়েছে তা উল্লেখ করেনি।

এএফপি নতুন মৃত্যুর সংখ্যা সম্পর্কে মন্তব্যের জন্য জান্তা মুখপাত্রের সাথে যোগাযোগ করেছে। তবে কোনও সাড়া পাওয়া যায়নি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়