ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেদারল্যান্ডসে দুটি বন্দুক হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৭, ২৮ সেপ্টেম্বর ২০২৩  
নেদারল্যান্ডসে দুটি বন্দুক হামলা

নেদারল্যান্ডসের রটারডামে দুটি বন্দুক হামলার ঘটনায় বেশ কয়েক জন লোক নিহত হয়েছে। পুলিশ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে পুলিশ বলেছে, ‘রটারডামে দুটি গুলিবর্ষণের ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। আমরা প্রথমে পরিবার ও আত্মীয়দের জানাব এবং পরে বিস্তারিত জানাব।’

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী প্রথমে একটি বাড়িতে গুলি চালায়, এতে দুজন আহত হয়।

রটারডাম পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী এরপর স্থানীয় একটি হাসপাতালের দিকে রওনা দেয়। ইরাসমাস মেডিকেল সেন্টার নামের ওই হাসপাতালে সে বন্দুক হামলা চালিয়েছে।

বিবিসি জানিয়েছে, সন্দেহভাজন ৩২ বছরের ওই হামলাকারীকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুটি জায়গাতেই সে হামলা চালিয়েছে।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়