ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

হামাস সন্ত্রাসী সংগঠন নয়, মুজাহিদিনদের একটি দল: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ২৫ অক্টোবর ২০২৩  
হামাস সন্ত্রাসী সংগঠন নয়, মুজাহিদিনদের একটি দল: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, হামাস একটি সন্ত্রাসী সংগঠন নয়, তারা নিজেদের ভূমি রক্ষাকারী মুজাহিদিনদের একটি দল। পার্লামেন্টে ক্ষমতাসীন পার্টি এ কে পার্টির একটি অংশের সমাবেশে তিনি এ কথা বলেছেন।

এরদোয়ান বলেছেন, ইসরায়েল ‘হামাসকে পশ্চিমাদের সঙ্গে মিলিয়ে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে দেখতে পারে। পশ্চিম আপনাদের কাছে অনেক ঋণী। কিন্তু তুরস্ক আপনাদের কাছে ঋণী নয়।’

তুর্কি প্রেসিডেন্ট জানিয়েছন, তিনি গাজায় ‘অমানবিক’ যুদ্ধের কারণে ইসরায়েল সফরের পরিকল্পনা বাতিল করছেন।

এরদোয়ান বলেছেন, ‘আমাদের ইসরায়েলে যাওয়ার একটি প্রকল্প ছিল, কিন্তু তা বাতিল হয়ে গেছে, আমরা যাব না।’

একই দিন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানির সঙ্গে বৈঠকে বলেছেন, গাজায় ইসরায়েল ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে অভিযুক্ত করেছেন।

তিনি বলেছেন, ‘আমাদের ফিলিস্তিনি ভাইদের, শিশু, রোগী ও বয়স্কদের এমনকি স্কুল, হাসপাতাল এবং মসজিদে টার্গেট করা মানবতার বিরুদ্ধে অপরাধ।’

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়