ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইমরান খানের উপদেষ্টার ওপর অ্যাসিড হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ২৮ নভেম্বর ২০২৩   আপডেট: ০৯:০৪, ২৮ নভেম্বর ২০২৩
ইমরান খানের উপদেষ্টার ওপর অ্যাসিড হামলা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের একজন উপদেষ্টা অ্যাসিড হামলার শিকার হয়েছেন। যুক্তরাজ্যে তার বাড়ির বাইরে এই হামলা হয়েছে। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

উপদেষ্টা মির্জা শাহজাদ আকবর জানান, হামলায় তার চোখ বেঁচে গেছে। তবে তার শরীরে অ্যাসিড পড়েছে।

আরো পড়ুন:

পুলিশ জানিয়েছে, তারা তদন্ত করছে। কাউকে গ্রেপ্তার করা হয়নি এখনও।

গত বছর আকবরকে তার পদ থেকে অপসারণ করা হয়েছিল। তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অনেক অভিযোগে কারাগারে ছিলেন। তবে পাকিস্তান কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ উর্দুতে একটি পোস্টে  আকবর বলেন, ‘আক্রমণকারী আমার উপর অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়।’

ইংরেজিতে আরেকটি পোস্টে তিনি বলেন, ‘যারা এটা করছে তাদের আমি ভয় পাব না বা তাদের কাছে মাথা নত করব না।’

তিনি বিবিসিকে জানান, পাকিস্তান থেকে পালিয়ে আসার পর থেকে যুক্তরাজ্যে তাকে অসংখ্য হুমকি দেওয়া হয়েছে। অ্যাসিড হামলা এই হুমকির অংশ ছিল। রাসায়নিকটি তার বাহুতে এবং মাথার উপরের অংশে আঘাত করেছিল। এই হামলার জন্য কে দায়ী বলে মনে করেন তা বলতে অস্বীকার করেছেন তিনি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়