ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

ইইউ দেশগুলো চাইলে সরকারি কর্মচারীদের হিজাব পরা নিষিদ্ধ করতে পারে: আদালত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ২৯ নভেম্বর ২০২৩   আপডেট: ২২:৩৪, ২৯ নভেম্বর ২০২৩
ইইউ দেশগুলো চাইলে সরকারি কর্মচারীদের হিজাব পরা নিষিদ্ধ করতে পারে: আদালত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ আদালত জানিয়েছে, সদস্য রাষ্ট্রগুলোর কর্তৃপক্ষ চাইলে সরকারি কর্মীদের হিজাব পরতে নিষেধ করতে পারে। মঙ্গলবার আদালত এই রায় দিয়েছে।

পূর্ব বেলজিয়ামের পৌরসভার একজন কর্মচারীকে কর্মক্ষেত্রে হিজাব পরতে নিষেধ করেছিল কর্তৃপক্ষ। এ ঘটনায় ওই কর্মী ইউরোপীয় ইউনিয়নের (সিজেইইউ) বিচার আদালতে মামলা করেন। ওই নারী দাবি করেছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে তার ধর্মের স্বাধীনতার অধিকার লঙ্ঘন করা হয়েছে।

পৌরসভা পরবর্তীকালে কর্মী নিয়োগের শর্তাবলী পরিবর্তন করে। তাতে কর্মচারীদের ধর্মীয় বা আদর্শিক বিশ্বাসের প্রকাশ্য চিহ্ন না পরার শর্ত আরোপ করা হয়।

আদালত জানিয়েছে, কঠোর নিরপেক্ষতার নীতি প্রতিষ্ঠার উদ্দেশ্যে ছিল একটি নিরপেক্ষ প্রশাসনিক পরিবেশ প্রতিষ্ঠা, যা বস্তুনিষ্ঠভাবে ন্যায্য বলে বিবেচিত হতে পারে। একটি জনপ্রশাসনও ন্যায্য হবে যদি এটি একটি সাধারণ ও নির্বিচারে বিশ্বাসের দৃশ্যমান লক্ষণযুক্ত পোশাক পরিধানের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়