ঢাকা     বুধবার   ০১ মে ২০২৪ ||  বৈশাখ ১৮ ১৪৩১

ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ২ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৩:৫২, ২ জানুয়ারি ২০২৪
ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

ভূমিকম্পে কেঁপে উঠলো মধ্য ইন্দোনেশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১১টা ৪৬ মিনিটে পূর্ব নুসা টেঙ্গারা প্রদেশে ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।

সিনহুয়া নিউজের খবরে বলা হয়েছে, ইন্দোনেশিয়ায় মঙ্গলবার মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূপদার্থবিদ্যা সংস্থা এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুপাং রিজেন্সির ১৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ৩৭ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সংস্থাটি জানিয়েছে, এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই। এ কারণে সুনামির সতকর্তা জারি করা হয়নি।

প্রশান্ত মহাসাগরের তথাকথিত ‘রিং অব ফায়ারে’ ইন্দোনেশিয়ার অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে।

২০০৪ সালের ডিসেম্বরে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভূমিকম্পের আঘাতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সুনামির ঘটনা ঘটে। সেসময় সুমাত্রা দ্বীপের উপকূলে সমুদ্রগর্ভে সংঘটিত ভূমিকম্প যে সুনামির অবতারণা ঘটায়, তাতে ইন্দোনেশিয়া থেকে সুদূর দক্ষিণ আফ্রিকা পর্যন্ত দুই লাখ ত্রিশ হাজার মানুষ প্রাণ হারান। এর মধ্যে এক লাখ সত্তর হাজারের বেশি মানুষ মারা যায় ইন্দোনেশিয়ায়।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়