ঢাকা     বুধবার   ০১ মে ২০২৪ ||  বৈশাখ ১৮ ১৪৩১

কিয়েভে ব্যাপক বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ২৪ মার্চ ২০২৪  
কিয়েভে ব্যাপক বিমান হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও লভিভের পশ্চিমাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। রোববার স্থানীয় সময় সকালে এ হামলার ঘটনা ঘটেছে।

এদিকে পোল্যান্ড জানিয়েছে,  ইউক্রেনে হামলা চলাকালে রাশিয়ান ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে।

শুক্রবার মস্কোর একটি কনসার্ট হলে জঙ্গি হামলা যাতে অন্তত ১৩৩ জন নিহত হয়। সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করলেও রাশিয়া জানিয়েছে, এর পেছনে ইউক্রেনের হাত রয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো রোববার ভোরে টেলিগ্রামে লিখেছেন, ‘রাজধানীতে বিস্ফোরণ। বিমান প্রতিরক্ষা কাজ করছে। আশ্রয়কেন্দ্র ছেড়ে যাবেন না।’

লভিভ অঞ্চলের গভর্নর ম্যাকসিম কোজিটস্কি বলেছেন, পোলিশ সীমান্ত থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে লভিভ শহরের দক্ষিণে স্ট্রাই জেলাতেও হামলা হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাতারাতি ড্রোন হামলার পর পূর্ব ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে সাময়িকভাবে স্থানীয়ভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়