ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানে হামলা চালানোর হুমকি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ১০ এপ্রিল ২০২৪  
ইরানে হামলা চালানোর হুমকি ইসরায়েলের

সরাসরি ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। বুধবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এ হুমকি দিয়েছেন।

তিনি  জানিয়েছেন, ইরান যদি আক্রমণ শুরু করে তাহলে ইসরায়েলের বাহিনী সরাসরি ইসলামিক প্রজাতন্ত্রের ওপর হামলা চালাবে।

আরো পড়ুন:

গত সপ্তাহে সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে ইরানি জেনারেলসহ ১২ জন নিহত হয়। তেহরান এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। তবে ইসরায়েল বিষয়টি এখনও স্বীকার করেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বুধবার ভোরে হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

ইসরায়েল কাটজ ফার্সি এবং হিব্রু উভয় ভাষায় এক্স-এ একটি পোস্টে বলেছেন, ‘ইরান যদি তার ভূখণ্ড থেকে আক্রমণ করে, ইসরায়েল জবাব দেবে এবং ইরানে আক্রমণ করবে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়