ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কলম্বিয়ার রাজধানীতে দম্পতিদের একসঙ্গে গোসলের পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ১২ এপ্রিল ২০২৪  
কলম্বিয়ার রাজধানীতে দম্পতিদের একসঙ্গে গোসলের পরামর্শ

কলম্বিয়ার রাজধানীতে বোগোটায় দম্পতিদের একসঙ্গে গোসল করার পরামর্শ দিয়েছে সরকার। রাজধানীতে পানি সংকটের কারণে এ পরামর্শ দিয়েছে।

এল নিনো নামে পরিচিত আবহাওয়ার কারণে কলাম্বিয়ায় অনাবৃষ্টির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর ফলে দেশটির জলাধারগুলোতে পানির স্তর বিপজ্জনকভাবে কমে গেছে। বৃহস্পতিবার বড় বড় এলাকাগুলোতে জলবিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।

বোগোটার মেয়র কার্লোস ফার্নান্দো গ্যালান এক বিবৃতিতে ঘনিষ্ঠ সম্পর্কের ব্যক্তিদের একসাথে ঝরনার নিচে গোসলের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তাদের দৈনন্দিন গোসলের অভ্যাস পরিত্যাগের আহ্বান জানিয়েছেন।

পানি কম ব্যবহারের অনুরোধ জানিয়ে মেয়র বলেছেন, ‘আপনি যদি রোববার বা সপ্তাহের অন্য কোনও দিন আপনার বাড়ি থেকে বের না হন তবে এর সুবিধা নিন এবং স্নান করবেন না।’

বোগোটার সরকারি পানি সরবরাহ সংস্থা জানিয়েছে, রাজধানীর জলাধারগুলোতে ৫৪ দিনের মতো পানি মজুদ আছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়