ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

পারমাণবিক স্থাপনা সাময়িকভাবে বন্ধ করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ১৬ এপ্রিল ২০২৪  
পারমাণবিক স্থাপনা সাময়িকভাবে বন্ধ করেছে ইরান

ইরান ‘নিরাপত্তা বিবেচনায়’ তাদের পারমাণবিক স্থাপনা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান সোমবার এ তথ্য জানিয়েছেন।

পহেলা এপ্রিল ইরানের সিরিয়া কনস্যুলেটে ইসরায়েলের সন্দেহভাজন হামলার প্রতিক্রিয়া হিসাবে শনিবার রাতে ইসরায়েলে কয়েকশ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েল এই হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে।

সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসির কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি হামলার প্রতিশোধ হিসেবে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন কিনা।

জবাবে রাফায়েল গ্রসি বলেন, ‘আমরা সবসময় এই সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন। আমি যা বলতে পারি তা হচ্ছে, আমাদের পরিদর্শকদের ইরান সরকার জানিয়েছে যে গতকাল (রোববার), আমরা প্রতিদিন যে সব পারমাণবিক স্থাপনা পরিদর্শন করছি নিরাপত্তার বিবেচনায় বন্ধ থাকবে।’

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি সম্পূর্ণ শান্ত না হওয়া পর্যন্ত আমি পরিদর্শকদের ফিরিয়ে আনব না বলে সিদ্ধান্ত নিয়েছি।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়