ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

‘ইরানে হামলা চালাবেই ইসরায়েল’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৩, ১৭ এপ্রিল ২০২৪   আপডেট: ১৯:২৮, ১৭ এপ্রিল ২০২৪
‘ইরানে হামলা চালাবেই ইসরায়েল’

মিত্রদের সতর্কবার্তা উপেক্ষা করে ইসরায়েল ইরানে হামলা চালাবে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বুধবার ইসরায়েল সফরের সময় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

শনিবার রাতে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের মাটিতে হামলা চালায় ইরান। ইসরায়েল এ ঘটনার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা জানিয়েছে, তারা এই আঞ্চলিক সংঘাতে ইসরায়েলের পাশে থাকবে না।

জেরুজালেম সফরের শুরুতে ক্যামেরন সাংবাদিকদের বলেন, ‘এটা পরিষ্কার যে ইসরায়েলিরা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আমরা আশা করছি, তারা এটি এমনভাবে করবে যাতে সংঘাত যতটা সম্ভব এড়ানো যায়।’

ওয়াশিংটন এবং অন্যান্য পশ্চিমা সরকার আশা করছে ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইসরায়েলকে তার প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থেকে সরিয়ে আনবে। 

ক্যামেরন জানান, ব্রিটেন জি-৭ সম্মেলনে ইরানের বিরুদ্ধে সমন্বিত নিষেধাজ্ঞা দেখতে চায়।

তিনি বলেন, ‘তাদের জি-৭ এর মাধ্যমে একটি স্পষ্ট দ্ব্যর্থহীন বার্তা দেওয়া দরকার।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়