ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানুষের কারণে আফ্রিকায় ভয়াবহ তাপপ্রবাহ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ১৮ এপ্রিল ২০২৪  
মানুষের কারণে আফ্রিকায় ভয়াবহ তাপপ্রবাহ

মানব-প্ররোচিত জলবায়ু পরিবর্তনের কারণে পশ্চিম আফ্রিকা ও সাহেল অঞ্চলে সম্প্রতি মারাত্মক তাপপ্রবাহ বয়ে গেছে। বিজ্ঞানীদের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

গত মাসে মালিতে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠেছিল। তীব্র গরমে দেশটির হাসপাতালে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মতো কর্মকাণ্ড তাপমাত্রাকে স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি করেছে।

দক্ষিণ আফ্রিকার খরার উপর একটি পৃথক গবেষণায় জলবায়ু পরিবর্তনের পরিবর্তে এল নিনোকে দায়ী করা হয়েছে।

সাহেল অঞ্চলে এবং পশ্চিম আফ্রিকাজুড়ে বেশ কয়েকটি দেশে মার্চের শেষ থেকে শুরু করে এপ্রিলের শুরু পর্যন্ত একটি শক্তিশালী তাপপ্রবাহ আঘাত হেনেছিল। ওই সময় মালি এবং বুরকিনা ফাসোর দক্ষিণাঞ্চলে তাপ সবচেয়ে বেশি অনুভূত হয়েছে।

মালির রাজধানী বামাকোর গ্যাব্রিয়েল ট্যুর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এপ্রিলের প্রথম দিনে ১০২ জন মারা গেছে। এদের অর্ধেকের বেশি ছিল ৬০ বছর বয়সী।

গবেষকরা বিশ্বাস করেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের পেছনে এই পাঁচ দিনের তাপপ্রবাহের মূল ভূমিকা ছিল। এ ধরনের ঘটনা ২০০ বছরের  মধ্যে একবার হয়ে থাকে। তবে ভবিষ্যতে এই ঘটনা বারবার ঘটতে পারে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়