ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

থাইল্যান্ড সীমান্তে মিয়ানমারের সেনাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ২০ এপ্রিল ২০২৪   আপডেট: ২০:১৯, ২০ এপ্রিল ২০২৪
থাইল্যান্ড সীমান্তে মিয়ানমারের সেনাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ

মিয়ানমারের থাইল্যান্ড সীমান্তে শনিবার নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিরোধ যোদ্ধা এবং জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীরা ১১ এপ্রিল থাইল্যান্ড সীমান্তের মিয়ানমারের শহর মায়াওয়াদ্দি দখল করে। ওই সময় মিয়ানমারের ২০০ সেনা একটি সেতুর দখল ছেড়ে পালিয়ে যায়।

আরো পড়ুন:

সীমান্তের থাই এবং মিয়ানমারের তিনজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তারা শুক্রবার গভীর রাত থেকে একটি কৌশলগত সেতুর কাছে বিস্ফোরণ এবং ভারী মেশিনগানের গোলাগুলির শব্দ শুনেছেন। শনিবারের প্রথম সকাল পর্যন্ত এটি অব্যাহত ছিল।

বেশ কয়েকটি থাই সংবাদমাধ্যম জানিয়েছে,  প্রায় ২০০ মানুষ থাইল্যান্ডে অস্থায়ী আশ্রয় নিতে সীমান্ত অতিক্রম করেছে।

থাই সম্প্রচারমাধ্যম এনবিটির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে জানিয়েছে, প্রতিরোধ বাহিনী ৪০মিলিমিটার মেশিনগান ব্যবহার করেছে এবং ড্রোন থেকে ২০টি বোমা ফেলেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়