ব্যস্ত রাস্তার বিলবোর্ডে পর্ন ভিডিও
দিনের ব্যস্ততম সময়। রাস্তা দিয়ে শা শা করে গাড়ি চলে যাচ্ছে। পথচারীরা নিজের গন্তব্যের দিকে চলেছেন। হঠাৎই রাস্তার পাশে টাঙানো বড় ডিজিটাল বিজ্ঞাপন বোর্ডের দিকে নজর পড়তেই থ হয়ে গেলেন সবাই। যে বোর্ডে সবসময় কোনো না কোনো সংস্থার বিজ্ঞাপন চলে, সেই বোর্ডেই চলছে পর্নোগ্রাফি ভিডিও!
ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লির ব্যস্ততম এলাকা কনট প্লেসে। গত বৃহস্পতিবার ওই এলাকার এইচ ব্লকে রাস্তায় ঝোলানো এক বিলবোর্ডে কয়েক সেকেন্ডের জন্য পর্নোগ্রাফি ভিডিও চলতে থাকে। পথচারীদের নজরে আসতেই স্থানীয় প্রশাসনকে জানানো হয়। তড়িঘড়ি ওই বিলবোর্ডের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হয়।
নয়া দিল্লি পৌরসভা কর্তৃপক্ষের দাবি, কোনো কারণে ওই বিলবোর্ড হ্যাক হয়েছিল। সেই থেকেই বিপত্তি। ওই বিলবোর্ডে দু’টি অংশ রয়েছে। একটিতে ডিজিটাল বিজ্ঞাপন চলে, অপরটি ‘ইন্টারঅ্যাক্টিভ টাচস্ক্রিন’। বিলবোর্ডের দু’টি অংশই সার্ভারের মাধ্যমে পরিচালিত।
এমন পরিস্থিতিতে কীভাবে জনবহুল এলাকার বিলবোর্ডে পর্নোগ্রাফি ভিডিও চলল তা নিয়ে ধন্দে পৌরসভা। তাদের মতে, শহরজুড়ে পৌরসভা বিনামূল্যে ওয়াইফাই প্রদান করে থাকে। সেই থেকেই কোনোভাবে হ্যাক হয়েছে। দিল্লি পুলিশের কাছে লিখিত ভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
ঢাকা/শাহেদ