ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

৭৫ বছর পর সবচেয়ে শক্তিশালী ঝড় আঘাত হানতে যাচ্ছে সাংহাইয়ে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ১৫ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২২:৫৩, ১৫ সেপ্টেম্বর ২০২৪
৭৫ বছর পর সবচেয়ে শক্তিশালী ঝড় আঘাত হানতে যাচ্ছে সাংহাইয়ে

৭৫ বছর পর সবচেয়ে শক্তিশালী ঝড় আঘাত হানতে যাচ্ছে চীনের বাণিজ্য নগরী সাংহাইতে। টাইফুন বেবিঙ্কার জন্য সাংহাই আকাশ, সমুদ্র এবং স্থল পরিবহন ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। 

রয়টার্স জানিয়েছে, টাইফুন বেবিঙ্কা ১৯৪৯ সালের পর সাংহাইয়ে আঘাত হানতে যাওয়া সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমন্ডলীয় ঝড় হতে পারে। ১৯৪৯ সালে সালে টাইফুন গ্লোরিয়া ঘণ্টায় ১৪৪ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে সাংহাইয়ে আঘাত হেনেছিল।

রোববার স্থানীয় সময় বিকাল ৫টা পর্যন্ত ১ ক্যাটাগরির টাইফুনটি সাংহাই থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এর কেন্দ্রের কাছে বাতাসের গতিবেগ প্রায় ১৪৪ কিলোমিটার ছিল। সোমবার মধ্যরাতের পর ঝড়টি স্থলভাগে আঘাত হানতে পারে।

আরো পড়ুন:

চীনের আবহাওয়া প্রশাসন রোববার বিকেলে লাল সতর্কতা জারি করেছে। ওয়েলস এবং পূর্ব চীনে ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়