ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

ইয়েমেন উপকূলে মার্কিন রণতরীতে হুথিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ১৩ নভেম্বর ২০২৪  
ইয়েমেন উপকূলে মার্কিন রণতরীতে হুথিদের হামলা

ইয়েমেনের উপকূল থেকে যাত্রা করার সময় হুথি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে। পেন্টাগন এ তথ্য নিশ্চিত করেছে বলে বুধভার জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

হুথিরা দাবি করেছে, তারা মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন এবং দুটি ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে।

পেন্টাগনের মুখপাত্র এয়ার ফোর্সের মেজর জেনারেল প্যাট্রিক রাইডার মঙ্গলবার জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বাহিনী ‘বাব আল-মান্দেব প্রণালিতে ট্রানজিটের সময় ইরান সমর্থিত হুথিদের একাধিক হামলা সফলভাবে প্রতিহত করেছে।’

রাইডার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী - ইউএসএস স্টকডেল ও ইউএসএস স্প্রুয়েন্সের ওপর কমপক্ষে আটটি একমুখী আক্রমণকারী ড্রোন, পাঁচটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তিনটি অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ চালানো হয়েছিল।

তিনি জানান, হুথিদের সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ‘সফলভাবে মোকাবিলা ও ধ্বংস করা হয়েছে এবং মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর একটিও ক্ষতিগ্রস্ত হয়নি বা কর্মী আহত হয়নি।

তিনি আরো জানান, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের ওপর কোনো হামলার বিষয়ে তিনি জানেন না।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়