ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ২৯ নভেম্বর ২০২৪  
নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি পুতিনের

ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ ব্যবহারের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (২৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার ভূমিতে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ‘এটিএসিএমএস’ হামলার জবাবে বৃহস্পতিবার রাতভর ইউক্রেনের বিদ্যুৎ সেক্টরে হামলা চালায় রাশিয়া। এর পরপরই এই হুমকি দিলেন পুতিন।

এদিকে, পুতিনের হামলার হুমকির পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি সতর্ক করে বলেছেন, “রাশিয়ার ব্লাকমেইলের কঠোর জবাব দেওয়া হবে।’’

মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন, রাশিয়ার কাছে সম্ভবত অল্পসংখ্যক ওরেশনিক ক্ষেপণাস্ত্র রয়েছে এবং এই ক্ষেপণাস্ত্র আরও তৈরি করতে সময় লাগবে।

এর আগে, গত ২১ নভেম্বর পূর্ব ইউক্রেনের নিপ্রো শহরে পরীক্ষামূলক ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছিল রাশিয়া।

ঢাকা/নাসিম

সর্বশেষ

পাঠকপ্রিয়