ঢাকা     মঙ্গলবার   ১৮ মার্চ ২০২৫ ||  চৈত্র ৫ ১৪৩১

বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন, এড়িয়ে গেলেন মোদি 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫  
বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন, এড়িয়ে গেলেন মোদি 

ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প

ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পরও সৃষ্ট পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে সেই বিষয়টি এবার পরিষ্কার করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে যুক্তরাষ্ট্র গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ট্রম্পে। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দুই নেতা। যার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বাংলাদেশ পরিস্থিতি সম্পর্কিত প্রশ্নও ছিল।

এ সময় বাংলাদেশে হাসিনা সরকারের পতনের সঙ্গে মার্কিন ডিপ স্টেটের জড়িত থাকার অভিযোগের বিষয়ে ভারতীয় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “ না, আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না।। বাংলাদেশের বিষয়টি (উত্তর দিতে) আমি (ভারতের) প্রধানমন্ত্রীর ওপরই ছেড়ে দেবো।”  এ সময় পাশে বসা নরেন্দ্র মোদির দিকে ইঙ্গিত করেন ট্রাম্প। 

কিন্তু আমেরিকান প্রেসিডেন্টের ইঙ্গিতে মোদি কোনো উত্তর দেননি। তিনি বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে গিয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে কথা বলেন।

এর আগে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন হোয়াইট হাউসের বৈঠকে তাদের মধ্যে বাণিজ্য, শুল্ক, অভিবাসনসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

ঢাকা/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়