ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ২১ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৪:৪৫, ২১ ফেব্রুয়ারি ২০২৫
তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প (ফাইল ফটো)

মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে সবাইকে তৃতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, ট্রাম্প আশ্বস্ত করেছেন যে, তিনি ক্ষমতায় থাকলে এ যুদ্ধ ঠেকিয়ে দেবেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এফআইআই প্রায়োরিটি সামিটে বক্তৃতাকালে তিনি বলেছেন, “তৃতীয় বিশ্বযুদ্ধে কারো লাভ হবে না। কিন্তু, আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে খুব বেশি দূরে নেই।”

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এখন ক্ষমতায় থাকলে বিশ্বযুদ্ধ হতো বলেও মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প।

বিশ্বের বিভিন্ন প্রান্তে যেসব যুদ্ধ চলছে, সেসব বন্ধ করার আশ্বাস দিয়েছেন দ্বিতীয় বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া ট্রাম্প। তিনি বলেছেন, “এসব অর্থহীন যুদ্ধ আমরা থামাতে চলেছি। আগামী দিনে অন্য যে কারো চেয়ে আমরা আরো শক্তিশালী হব। যদি যুদ্ধ হয়, তবে কেউ আমাদের কাছে ঘেঁষতে পারবে না।”

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়