ঢাকা     সোমবার   ২৮ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৫ ১৪৩২

শ্রীলঙ্কায় সামরিক বাহিনীর পলাতকদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৫:১৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
শ্রীলঙ্কায় সামরিক বাহিনীর পলাতকদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ

শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব সম্পথ থুয়াকোন্তা

শ্রীলঙ্কার সরকার দেশটির সামরিক বাহিনীর সব পলাতকদের অবিলম্বে গ্রেপ্তারের নিদের্শ দিয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব সম্পথ থুয়াকোন্তা এ তথ্য জানিয়েছেন। খবর সিনহুয়া নিউজের।

কলম্বোতে এক সংবাদ সম্মেলনে থুয়াকোন্তা বলেন, “এই নির্দেশ কয়েকদিন আগে জারি করা হয়েছে। মেলিটারি পুলিশ অন্যান্য সংস্থার সহায়তায় এই অভিযান পরিচালনা করবে।”

তিনি আরো বলেন, “কর্তৃপক্ষ শিগগির অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সক্রিয় কর্তব্যরত সামরিক কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”

আরো পড়ুন:

থুয়াকোন্তার মতে, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি অপরাধের সঙ্গে পলাতকদের জড়িত থাকার খবর পাওয়া গেছে এবং যারা তাদের পূর্ণ চাকরির মেয়াদ শেষ করার আগে সামরিক বাহিনী ত্যাগ করে তাদের সংগঠিত অপরাধে জড়িত হওয়ার সম্ভাবনা বেশি।

শ্রীলঙ্কার পুলিশ সম্প্রতি জানিয়েছে, তারা সংগঠিত অপরাধে জড়িত ৫৮টি গ্যাং এবং তাদের প্রায় ১,৪০০ সহযোগীকে চিহ্নিত করেছে।

শ্রীলঙ্কায় সংগঠিত অপরাধ এখনও একটি গুরুত্বপূর্ণ সমস্যা। দেশটির সরকার এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অপরাধ মোকাবেলা, সড়ক দুর্ঘটনা কমানো ও জননিরাপত্তা উন্নত করার লক্ষ্যে শ্রীলঙ্কার সরকার ১০ হাজার পুলিশ কর্মকর্তা নিয়োগের পরিকল্পনাও ঘোষণা করেছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ