ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মার্কিন জাহাজে হামলার হুমকি হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ২১ জুন ২০২৫  
মার্কিন জাহাজে হামলার হুমকি হুতিদের

ইয়েমেনের হুতিরা হুমকি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সরাসরি হামলা চালায় তাহলে তারা লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা চালাবে। শনিবার ইরান সমর্থিত গোষ্ঠীটি এ হুমকি দিয়েছে।

ইমেনের হুথি বিদ্রোহীরা একটি বিবৃতি জারি করে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের পারমাণবিক ও সামরিক সম্পদের বিরুদ্ধে ইসরায়েলি অভিযানে যোগ দিলে যুক্তরাষ্ট্রকে হুমকি দিচ্ছে।

হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, “যদি আমেরিকা শত্রু ইসরায়েলের সঙ্গে ইরানের বিরুদ্ধে আক্রমণ ও আগ্রাসনে জড়িত হয়, তাহলে সশস্ত্র বাহিনী লোহিত সাগরে তার জাহাজ ও যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্যবস্তু করবে।”

গত সপ্তাহে ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করে। এর দুই দিনের মাথায় ইরানের পক্ষে ইসরায়েলে ক্ষেপাণস্ত্র হামলা চালায় হুতিরা। ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র পশ্চিম তীরের হেবরনে এসে পড়েছে বলে স্বীকার করেছিল ইসরায়েল।

গাজায় চলমান ইসরায়েল-হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে হুতিরা নিয়মিত ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এসব হামলার বেশিরভাগই ইসরায়েল প্রতিহত করেছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়