ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরাসরি: ‘সর্বশক্তি’ দিয়ে যুক্তরাষ্ট্রকে প্রতিহতের ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৭, ২২ জুন ২০২৫   আপডেট: ১৩:৩০, ২২ জুন ২০২৫
‘সর্বশক্তি’ দিয়ে যুক্তরাষ্ট্রকে প্রতিহতের ঘোষণা ইরানের

পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলাকে ‘আন্তর্জাতিক আইনের জঘন্য ও নজিরবিহীন লঙ্ঘন’ বলে আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, এ ধরনের ‘আগ্রাসনের’ বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অধিকার ইরানের রয়েছে।

“বিশ্বের ভুলে গেলে চলবে না যে, কূটনৈতিক প্রক্রিয়ার মাঝপথে আমেরিকাই কূটনীতিকে বিশ্বাসঘাতকতা করেছে,” বলা হয়েছে বিবৃতিতে।

আরো পড়ুন:

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্র এখন ইরানের বিরুদ্ধে একটি বিপজ্জনক যুদ্ধ শুরু করেছে।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, “এটা এখন স্পষ্ট যে যুক্তরাষ্ট্র কোনো নীতি বা নৈতিকতা মানে না এবং গণহত্যাকারী ও দখলদার এক শাসকগোষ্ঠীর উদ্দেশ্য বাস্তবায়নে তারা আইন বা অপরাধের তোয়াক্কা করে না।”

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “ইসলামি প্রজাতন্ত্র ইরান যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন এবং এই অপরাধী শাসনের হাতে সংঘটিত অপরাধের বিরুদ্ধে সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তোলার এবং দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষার অধিকার সংরক্ষণ করে।”

রবিবার (২২ জুন) ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে ইরানে ইসরায়েলের হামলায় সরাসরি যুক্ত হলো ওয়াশিংটন। তেহরানও এই হামলার সমুচিত জববা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়, সেদিকে তাকিয়ে পুরো বিশ্ব।

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়